মঙ্গলবার, মে ২৮, ২০২৪
প্রচ্ছদরাজনীতিবিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি সিসিইউতে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি সিসিইউতে

বিএনপির সাবেক মন্ত্রী, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা রয়েছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসরা তাকে সিসিইউতে ভর্তি রাখেন। বিএনপির পক্ষ থেকে গুলশান কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান আর এ গণির হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ড. এম এ রশিদের তত্ত্বাবধানে আর এ গণির চিকিৎসা চলছে। দলের স্থায়ী কমিটির এ সিনিয়র সদস্যের হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আর এ গণির পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। অন্যদিকে দলের পক্ষ থেকে সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর এ গণির পরিবারের সদস্যরা বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ