বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন মা খালেদা জিয়াকে দেখতে যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরে রওনা হয়েছেন।
আজ তার সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে।জামিনে ছাড়া পেয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। দেশের মাটিতে মায়ের সঙ্গে তার শেষ দেখা হয়েছিল সেদিনই। এক ডজনের বেশি মামলা মাথায় নিয়ে এরপর থেকে তারেক রহমান লন্ডনেই রয়েছেন। আড়াই বছর পর ২০১১ সালের মে মাসে তারেক রহমানকে দেখতে লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৪ মে সেখানকার একটি হোটেলে মা-ছেলের দেখা-সাক্ষাতের মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অসুস্থ ছেলেকে দেখে সেদিন খালেদা জিয়া চোখের পানি ধরে রাখতে পারেননি। ২ বছর পর আজ দ্বিতীয় দফা তাদের মধ্যে সাক্ষাত্ হচ্ছে।সূত্র জানায়, তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জোবায়দা রহমানও রয়েছেন।