‘অসাংবিধানিক সরকার আসলে নির্বাচনই হবে না’ মর্মে সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন হবে না-এ ধরনের কথা বললেও তা রাষ্ট্রদ্রোহিতার শামিল।’
বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক পেশাজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ‘গণমাধ্যমের স্বাধীনতা ও মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে ‘বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ’ নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
গত রবিবার সংসদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসুন। আর কোনো অসাংবিধানিক সরকার আনার চেষ্টা করবেন না। তাতে কারও লাভ হবে না, নির্বাচনই হবে না।’
মির্জা ফখরুল বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী এমনভাবে করা হয়েছে যাতে তারা (ক্ষমতাসীনরা) নির্বাচন না দিয়েই ক্ষমতায় থাকতে পারে। আর ‘নির্বাচন হবে না’- এ কথা বলে সংবিধানের মূল কথাগুলোকে তারা অস্বীকার করছে। অন্যদিকে ‘অসাংবিধানিক কাউকে আনার চেষ্টা করলে নির্বাচনই হবে না’- একথা বলে যেকোনোভাবে বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করাতে চাইছে তারা।
‘সিটি নির্বাচনে প্রমাণিত হয়েছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে’ -সরকার পক্ষের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষকে এতো বোকা ভাবার কোনো কারণ নেই। আপনারা ভাবছেন, বিরোধী দলকে কোনোমতে নির্বাচনে নিয়ে আসবেন। এই চিন্তা কখনও করবেন না। এটা অলীক চিন্তা। কারণ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিরোধী দল ও জনগণ কোনো নির্বাচনে অংশ নেবে না। আর দলীয় সরকারের অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।’
বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি চাষী নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ঢাবির সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. সদরুল আমিন, শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ।