রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউ১৮ জুলাই তাজরীনের ক্ষতিপূরণ প্রতিবেদন দাখিলের নির্দেশ

১৮ জুলাই তাজরীনের ক্ষতিপূরণ প্রতিবেদন দাখিলের নির্দেশ

high courtতাজরীন ফ্যাশনস লি. এর ক্ষতিগ্রস্তদের প্রদান করা ক্ষতিপূরণ বিষয়ে আগামী ১৮ জুলাই প্রতিবেদন দাখিল করতে কারখানার প্রধান পরিদর্শক ও বিজিএমইকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার আদালত এ নির্দেশ দেন।

 একইসঙ্গে আদালত তাজরীনের মালিক দেলোয়ার হোসেইনকে ১৮ জুলাই আদালতে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছেন।

 গত ৯ জুনের নির্দেশ অনুযায়ী বুধবার তাজরীনের মালিক দেলোয়ার হোসেইন বিচারপতি কাজী রেজাউল হক ও এবিএম আলতাব হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্টের বেঞ্চে হাজির হন।

 গত বছরের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন নিহত ও আরো অনেকে আহত হয়।

এর আগে আদালত বুধবার কেন এই অগ্নিকাণ্ডর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না, সরকারের কাছে তার ব্যাখ্যা চেয়ে শুনানির দিন ধার্য করেন।

 সরকারপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রদত্ত তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত তাজরীনের মালিক দেলোয়ার হোসেইনের বিরুদ্ধে নতুন কোনো আদেশ জারি করেনি।

 আদালত শুনানি শেষ করলে ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন দাখিল করেন। এরপর হাইকোর্ট বেঞ্চ আগামী ১৮ জুলাই এ ব্যাপারে শুনানির দিন ধার্য করেন।

আরও পড়ুন

সর্বশেষ