রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসের দালাল চক্রের ৩০ সদস্যকে আটক করেছে র্যাব-২। তাদের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে র্যাব-২ এর একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা দ্রুত সময়ে পাসপোর্ট করে দেয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো।
র্যাবের নির্বাহী ম্যাজিস্টেট মো. আনিসুর রহমান তাদেরকে এ সাজা দেন।