
৪শ’ ৯৯ কোটি টাকা ব্যয়ে উপজেলা অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পসহ ৮শ’ ৮৬ কোটি টাকার ৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ-একনেক।
মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, অনুমোদিত ৮শ’ ৮৬ কোটি টাকার পুরোটাই সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে। এছাড়াও ভূমিকম্পজনিত ক্ষতি মোকাবেলা ও উদ্ধার কাজে ব্যবহারের জন্য ১শ’ ৫৯ কোটি টাকা যন্ত্রপাতি কেনারও অনুমোদন দেয়া হয়।