বিদায়ের আগে আবারো দুর্নীতি দমন কমিশন-দুদককে দন্তহীন বাঘ বলে অভিহিত করলেন এর চেয়ারম্যান গোলাম রহমান। আগামী ২৩ জুন অফিস করার পর শেষ হবে তার কার্যকাল। এ উপলক্ষে বুধবার সকালে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় তিনি বিশ্বব্যাংকের পদ্মা সেতু সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে দুদক সম্পর্কে দেয়া তথ্য সঠিক নয় বলে উল্লেখ করেন। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের তদন্ত সঠিকভাবে করেনি দুর্নীতি দমন কমিশন-বিশ্ব ব্যাংকের এ বক্তব্য সঠিক বলে মনে করেন না দুদকের বিদায়ী চেয়ারম্যান।
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে বিশ্বব্যাংকের অভিযোগ সম্পর্কে গোলাম রহমান বলেন, ‘একজন ব্যক্তি একটি প্রতিষ্ঠানের প্রধান এবং তিনি মন্ত্রী, এই কারণে তার অপরাধ হতে পারে না। বিশ্বব্যাংকের সিদ্ধান্তই যে শতসিদ্ধ এমন কোনো কথা নেই।’
তিনি আরো যোগ করেন, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান অসম্পূর্ণ এটি তার কাছে গ্রহণযোগ্য না।
সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দেয়ার সময় তিনি আরো বলেন, দুর্নীতির অভিযোগের কারণে এত বড় প্রকল্প থেকে আর্থিক সহায়তা প্রত্যাহারের সিদ্ধান্তও সঠিক নয়।