ফ্যাশনের ক্ষেত্রে একেবারেই ঝুঁকি নেননা দক্ষিণী ভারতের চিত্রালোকের সুন্দরী তন্বী ইলিনা ডি ক্রুজ। প্রথম নজরেই ইলিনা ডি ক্রুজকে সবাই স্টাইলিশ ও গ্ল্যামারাস বলতে বাধ্য হবেন। কারণ তিনি সেভাবে নিজেকে প্রকাশ করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইলিনা বলেন, ‘ফ্যাশনের ক্ষেত্রে একেবারেই ঝুঁকি নেই না, বিশেষ করে পোশাকের ক্ষেত্রে। কারণ আমি বিশ্বাস করি, যেটাতে স্বাচ্ছন্দ্যবোধ হয়, সে পোশাকটাই পরা উচিত। খুব বেশি জমকালো পোশাকের বদলে হালকা পোশাক পরতেই পছন্দ করি, যা আমাকে সহজেই মানিয়ে যায়।’
২৫ বছর বয়সী এই দক্ষিণী অভিনেত্রী খাবারের বেলাতেও খুব হিসেবি। তিনি বলেন, ‘খাবার দেখলেই খেতে বসি না। খাওয়ার ব্যাপারে অনেক বাছবিচার করি। তেলযুক্ত খাবার এড়িয়ে চলি। প্রচুর পানি খাই। আমি মনে করি, অনেকেই পানির ক্ষমতা সম্পর্কে সচেতন নয়।’
তবে এ ‘বরফি’ তারকা শরীরের অন্যান্য অংশের চেয়ে মুখ ও চুলের দিকেই বেশি যত্ন নেন। তিনি বলেন, ‘সবার আগে মুখ ও চুলের দিকেই মানুষের নজর পড়ে। তাই এর পেছনেই সবচেয়ে বেশি সময় ব্যয় করি। চুল যেকোনো নারীর জন্যই সেরা সম্পদ।