বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
প্রচ্ছদআরো খবর......আগস্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু: যোগাযোগমন্ত্রী

আগস্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু: যোগাযোগমন্ত্রী

O. Kaderআগামী আগস্টে বিমানবন্দর-ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে সড়ক পথে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ৪২ কিলোমিটার দৈর্ঘ্যের এই এক্সপ্রেসওয়ে নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে আট হাজার ৭০৩ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ অর্থায়ন করবে দুই হাজার ২৫৮ কোটি টাকা। বাকি টাকা দিবে ব্যাংকক ভিত্তিক একটি প্রতিষ্ঠান।
তিন ধাপে এই কাজ চলবে বলে জানান মন্ত্রী। প্রথম ধাপে বিমানবন্দর থেকে তেজগাঁও, দ্বিতীয় ধাপে তেজগাঁও থেকে কমলাপুর এবং তৃতীয় ধাপ কমলাপুর থেকে চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত কাজ করা হবে।
আরও পড়ুন

সর্বশেষ