রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েবাসের আগাম টিকিট বিক্রি শুরু

বাসের আগাম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বিভিন্ন বাসের অগ্রিম টিকিট সোমবার সকাল থেকে বিক্রি শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বেসরকারি বাস সার্ভিসের আগাম টিকিট বিক্রি শুরু হয়। টিকিটের জন্য ভোর রাত থেকেই অনেকে বাসের কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন।প্রথম দিনেই রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনালের কাউন্টারের সামনে অগ্রিম টিকিটের জন্য যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। এ ছাড়াও শ্যামলী, কল্যাণপুর, কমলাপুর, মালিবাগসহ বিভিন্ন স্থানে থাকা বাস কোম্পানির কাউন্টারে যাত্রীরা টিকিট সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। এসব কাউন্টারে ঈদের আগের দিন পর্যন্ত বিভিন্ন গন্তব্যের টিকিট বিক্রি করা হচ্ছে। রাজশাহী, রংপুর, খুলনা, বরিশালসহ উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০টিরও বেশি রুটের যাত্রীরা এ আগাম টিকিট সংগ্রহ করেন।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার বলেন, আজ থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এক দিনে সব স্থানে টিকিট বিক্রি শুরু হলে বিশৃঙ্খলা কম হবে। কালোবাজারি কিংবা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও কমে যাবে। এদিকে ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট আগামী ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ