পাকিস্তানের কোয়েটার সরদার বাহাদুর খান বিশ্ববিদ্যালয়ের বাসে বোমা হামলার একদিন পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গত শনিবারের ওই জোড়া হামলায় ১৪ জন নারী শিক্ষার্থী নিহত হয়। সোমবার বন্ধের ঘোষণা দিয়ে বলা হয়, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির সকল কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য, সরদার বাহাদুর খান বিশ্ববিদ্যালয় কোয়েটার একমাত্র নারী বিশ্ববিদ্যালয়।