‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র পাগল প্রেমিক রাজ থেকে কলেজ বয় রাহুল হয়ে হকি কোচ কবীর খান। বিশ বছরেরও বেশি অভিনয় কেরিয়ারে বহু চরিত্রের জুতোয় পা গলালেও অ্যাকশন ছবিতে খুব একটা সাহস দেখাননি বলিউড বাদশা শাহরুখ খান।
এতোদিনে কারণটা জানালেন নিজেই। শাহরুখ মনে করেন তিনি একটু মেয়েলি। তাই কোনওদিনই মাচো রোল করতে চাননি শাহরুখ।
বৃহস্পতিবার মুম্বইয়ে একটি সাংবাদিক সম্মলনে শাহরুখ নিজের মুখেই বলেন এ কথা। তার নতুন ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’ এ তিনি ৪০ বছর বয়সীর ভূমিকায় অভিনয় করেছেন। এখানে তার নাম রাহুল।
ওই সাংবাদিক সম্মেলনে শাহরুখকে প্রশ্ন করা হয় প্রকৃত বয়সের চেয়ে কম বয়সী চরিত্রে অভিনয় করতে ভালো লাগে কিনা? শাহরুখ এর উত্তরে বলেন, আমি বুঝতে পারি না কেন আমাকে এমন প্রশ্ন করা হয়।
তবে তিনি এটিও জানান যে, ৪৭ বছর বয়সেও তিনি একজন অসাধারণ প্রেমিক। তবে ভার্জিন নন (আই অ্যাম আ ফ্যান্টাসটিক লাভার অ্যাট ফর্টি সেভেন অ্যান্ড নট আ ভার্জিন)!