সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘রাজনীতির সিরিয়াস খেলা কেবল শুরু হয়েছে। আমাদের উল্লসিত হওয়ার কিছু নেই। মাত্র চারটি গোল দিয়েছি। সামনে আরও দেবো।’
তিনি বলেন, ‘নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের বিশ্রামের সময় নেই। সামনে চূড়ান্ত বিজয়। তাই জাতীয় নির্বাচনে বিজয়ের পরই আমরা উল্লাস করব।’
সোমাবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘সদ্য অনুষ্ঠিত চার সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল-আলোচনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হান্নান শাহ। ‘বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক সংসদ’ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
হান্নান শাহ বলেন, ‘সরকারের অত্যাচার, নির্যাতন, মামলা-হামলার বিরুদ্ধে প্রথম সুযোগেই জনগণ অনাস্থা জানিয়েছে। এতে উল্লসিত হওয়ার কিছু নেই।’
তিনি দাবি করে বলেন, ‘ভোটাররা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দিতে পারলে ফলাফলে আরও অনেক বেশি ব্যবধান হতো।’
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও অনেক বড় ব্যবধানে ১৮দল সমর্থিত প্রার্থী অধ্যাপক মান্নান জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
সরকারের উদ্দেশে হান্নান শাহ বলেন, ‘সময় আর বেশি নেই। তাই অতি দ্রুত সংবিধানে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন।’
আয়োজক সংগঠনের সভাপতি সহিদ উল্যাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুকোমল বড়ুয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।