কোপা ডেল রের ২ ম্যাচে নিষিদ্ধ ঘোষিত হয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো এবং উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। এবার মৌসুম শেষ বলে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী মৌসুমে। ১৭ মে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কিংস কাপের ফাইনালে ম্যাচ রেফারি ক্লোস গোমেজের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে দলের পর্তুগিজ কোচ হোসে মরিনহো নিষিদ্ধ হন। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ অধিনায়ক গ্যাবিকে আঘাত করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। সহিংস আচরণ এবং লাল কার্ডের জন্য পরের ২ ম্যাচ নিষিদ্ধ হন ২৮ বছর বয়সী পর্তুগিজ এ উইঙ্গার। তবে চলতি মৌসুমে লা লিগার পরবর্তী ২ ম্যাচে (রিয়াল সোসিয়েদাদ এবং ওসাসুনা) পাওয়া যাবে মরিনহো ও রোনালদোকে। তাদের নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে ঘরোয়া কাপ প্রতিযোগিতায়। খবর ডেইলি মেইল