শনিবার, জুলাই ২৭, ২০২৪
প্রচ্ছদতথ্য-প্রযুক্তিগ্যালাক্সি এসফোর বিক্রিতে রেকর্ড

গ্যালাক্সি এসফোর বিক্রিতে রেকর্ড

স্যামসাং নির্মিত সর্বশেষ স্মার্টফোন গ্যালাক্সি এসফোর প্রতি সেকেন্ডে চারটি করে বিক্রি হচ্ছে। মাত্র এক মাসেরও কম সময়ে বিশ্বব্যাপী এক কোটিরও অধিক সংখ্যক বিক্রি হয়েছে এই ফোনটি। গতকাল স্যামসাং কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করেছে। শুধু স্যামসাং নয়, সকল অ্যান্ড্রয়েড ফোনের স্বল্প সময়ে অধিক বিক্রির রেকর্ডকে ছাড়িয়ে গেছে এসফোর। এর আগে গ্যালাক্সি এসথ্রি ১ কোটি বিক্রি হতে প্রায় ২ মাস সময় লেগেছিল। এছাড়া একই রেকর্ড স্পর্শ করতে গ্যালাক্সি এসটু ৫ মাস ও গ্যালাক্সি এস প্রায় ৭ মাস সময় নেয়। এক বছরে ১০০ কোটি কপি গ্যালাক্সি এসফোর বিক্রির প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারতের পর গত সপ্তাহে বাংলাদেশের বাজারেও এসেছে এই স্মার্টফোনটি। আর পণ্যের বিজ্ঞাপন কৌশলেও পরিবর্তন এনেছে স্যামসাং। স্যামসাং এখন তাদের বিক্রিয় পরবর্তী সেবায় বেশি নজর দিচ্ছে। এছাড়া পার্টনারদের মাধ্যমে বাংলাদেশসহ বিভিন্ন দেশে কিস্তিতে এসফোর কেনার সুযোগ পাচ্ছের ক্রেতারা। স্মার্টফোনটিতে রয়েছে ১.৬ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর, এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৫ ইঞ্চি বড় স্ক্রিন, গোরিলা গ্গ্নাস ৩, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ডুয়াল ভিডিও কল, স্বয়ংক্রিয় প্রযুক্তি। তবে মাসখানেকের মধ্যেই আসছে আইফোনের পরবর্তী সংস্করণ। ধারণা করা হচ্ছে, আইফোনের নতুন সংস্করণ গ্যালাক্সি এসফোরকে প্রতিযোগিতার মুখে ফেলবে।

আরও পড়ুন

সর্বশেষ