ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহন শেষ। প্রাথমিক ভোট গণনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে মধ্যমপন্থী হাসান রোহানি। ভোট গ্রহণের সময় চার দফায় সব মিলিয়ে পাঁচ ঘন্টা বাড়ানো হয়। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
কোন কোন ভোটকেন্দ্রে অতিরিক্ত ব্যালট পেপারও সরবরাহ করতে হয়েছে। দেশটির ১১তম রাষ্ট্রপ্রধান হওয়ার লড়াইয়ে আছেন ছয় প্রার্থী। দুবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সংবিধানের বাধ্যবাধকতা থাকায় এই নির্বাচনে অংশ নিতে পারেননি বর্তমান প্রেসিডেন্ট আহমেদিনেজাদ। ইরানে রাষ্ট্রপতি হতে পেতে হবে ৫০ ভাগ ভোট। তা না হলে, সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় রান-অফ ভোট হবে ২১শে জুন।