ক্রিকেটে স্পট ফিক্সিং ও দুর্নীতির ভয়াবহতা সম্পর্কে দেশের তরুণ ক্রিকেটারদের সচেতন করতে শিক্ষা কর্মসূচী হাতে নিয়েছে ভারতীয় ক্রিকেট ও নিয়ন্ত্রণ বোর্ডের দুর্নীতিবিরোধী ইউনিট (আকসু)। আকসু কর্মকর্তাদের তত্ত্বাবধানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চলতি ক্যাম্পের বিভিন্ন বয়সের খেলোয়াড়রা এই কর্মসূচীতে অংশ নিবে।
বিসিসিআই’র উন্নয়ন ব্যবস্থাপক রতœাকর শেঠী এই কর্মসূচী নিয়ে বিস্তারিত জানালেন,‘অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড়দের নিয়ে জাতীয় ক্যাম্প চলছে ব্যাঙ্গালুরু ও মহীশূরে। এই ক্যাম্প চলাকালে বিসিসিআইর দুর্নীতিবিরোধী ইউনিট খেলোয়াড়দের সচেতন করে তুলতে শিক্ষা কর্মসূচী হাতে নিয়েছে। আকসুর পরিচালক রবি সাওয়ানি এই কোর্সের পরিকল্পনা করেছেন। জুলাই থেকে প্রত্যেক সহযোগি প্রদেশে এই কোর্সগুলো চালু হবে।’
আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত হওয়ায় রাজস্থান রয়্যালসের ক্রিকেটার শ্রীশান্ত, অঙ্কিত চৌহান ও অজিত চান্দিলাসহ ১১ বুকিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এনিয়ে তোলপাড় ভারতীয় ক্রিকেট। আর এধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটাতে তৃণমূল পর্যায়ে কাজ শুরু করেছে বিসিসিআই। খবর বাংলানিউজ২৪.কম
মহীশূর ক্যাম্পে আকসুর সঙ্গে থেকে কাজ করবেন সিনিয়র তদন্ত কর্মকর্তা সেতু মাধবন। আসন্ন রঞ্জি ট্রফিতে প্রত্যেক দলে একজন করে আকসু কর্মকর্তা থাকবেন জানালেন তিনি। এমনকি দলের গঠন বা ম্যাচ সম্পর্কে কোনো তথ্য যেন কারো কাছে ফাঁস না করে সে ব্যাপারেও খেলোয়াড়দের নির্দেশনা দেওয়ার কথা বললেন মাধবন।