বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাটিরহাট শাখা উদ্বোধন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাটিরহাট শাখা উদ্বোধন

index_02

শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি দিয়ে এবার হাটহাজারী উপজেলায় গতকাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কাটিরহাট শাখার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। একইসাথে তিনি পাহাড়তলীতে ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান এ কে এম আবু ছগির চৌধুরী, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান কাজী মো. আমানউল্লাহ, আইসিটি ডিভিশনের প্রধান তাহের আহমেদ চৌধুরী, মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান আজম খানসহ ব্যাংকের শাখাপ্রধানগণ।

আরও পড়ুন

সর্বশেষ