সারাদেশ লোডশেডিংয়ের ছোবলে ত্যক্ত-বিরক্ত। বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীরাও এ অনাকাক্সিক্ষত পরিস্থিতি থেকে জাতিকে বের করে আনতে যারপরনাই চেষ্টিত, তাতে সন্দেহ কী? তারা তো নিত্য ঘুরে বেড়াচ্ছেন কোথায় ঘটছে অপচয়, সিস্টেম লস হচ্ছে কোথায়, তা সরজমিনে প্রত্যক্ষ করতে। তারপরও তাদের চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চুরি হচ্ছে নিয়মিত এ নগরে, নগর পার্শ্বের বিভিন্ন এলাকায়। এ ছবিতে সে রকমই এক বিপজ্জনক চৌর্যবৃত্তির নমুনা উপস্থিত। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ প্রধান ছাত্রাবাসের পাশের গোঁয়াছি বাগানের জনবসতিতে নিত্য ঘটছে এ ঘটনা। বাঁশের আঁকশি বানিয়ে অবৈধ এ বিদ্যুৎ লোকটার ঘর আলোকিত করবে হয়তো কিন্তু তার আগে এ যে কত বড় মৃত্যুঝুঁকিময়, এ তথ্য তাকে কে দেবে?