চার সিটি কর্পোরেশন নির্বাচনে এমপি, মন্ত্রী ও সরকারদলীয় ক্যাডারদের সশস্ত্র অবস্থান এবং প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে সংশ্লিষ্ট এলাকায় এই মুহুর্তে সেনা মোতায়েনের দাবি করেছে বিএনপি।
শুক্রবার রাত ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ দাবি জানান।
এসময় তিনি অভিযোগ করেন, “সংলিষ্ট নির্বাচনী এলাকায় সরকারের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সরকারদলীয় সন্ত্রাসীদের সশস্ত্র অবস্থান ও প্রশাসনের পক্ষপাতিত্বের পরও বিএনপির প্রার্থীর পক্ষে গণজোয়ার দেখে সরকার ষড়যন্ত্র করছে।”
তিনি বলেন, “রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট সিটি কর্পোরেশনে এখন বিএনপির পক্ষে গণজোয়ার বইছে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা ১৮ দলীয় প্রার্থীদের পক্ষে ভোট দিবে।”
নির্বাচন নিরপেক্ষ হলে চারটিতেই বিএনপির প্রার্থী বিজয়ী হবে বলে দাবি রুহুল কবির রিজভী আহমেদের। তিনি বলেন, সিলেটের ২২টি ভোটকেন্দ্র সরকার দলীয় লোকজন দখলের চেষ্টা করছে।