সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউ'নিরপেক্ষতার লেবাসে বিভ্রান্তি ছড়াচ্ছে এক শ্রেণীর বুদ্ধিজীবী'

‘নিরপেক্ষতার লেবাসে বিভ্রান্তি ছড়াচ্ছে এক শ্রেণীর বুদ্ধিজীবী’

KAMRUL law minনিরপেক্ষতার লেবাসে এক শ্রেণীর বুদ্ধিজীবী সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারি দল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন।

এ সময় আইন প্রতিমন্ত্রী বলেন, তথাকথিত সুশীল সমাজ যত বিভ্রান্তিই সৃষ্টি করুক না কেন সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই।

তিনি অভিযোগ করেন, যারা সরকার ও বিরোধী দলকে একই সমান্তরালে আনার চেষ্টা করছে তারা একটি বিশেষ গোষ্ঠীর অর্থবিত্ত গ্রহণ করে নিরপেক্ষতার বেশ ধারণ করেছেন।

অনুষ্ঠানে বক্তারা তথাকথিত সুবিধাবাদী গোষ্ঠীকে চিহ্নিত করে সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নমুক্ত রাখতে জনগণের প্রতি আহবান জানান।

আরও পড়ুন

সর্বশেষ