শনিবার, জুলাই ২৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েসিসিক নির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সিসিক নির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

SYL POLL PRE UPসিলেট, খুলনা, রাজশাহী ও বরিশালে শান্তিপূর্ণ ভোটগ্রহণে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সব জায়গায়েই পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি দিয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এরইমধ্যে বিভিন্ন কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম। বেশিরভাগ ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকলেও নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন বড় দু’দলের সমর্থক মেয়র প্রার্থীরা। কোথাও কোথাও পরস্পরের বিরুদ্ধে করছেন কালো টাকা ছড়ানোর অভিযোগ। এহসান জুয়েলের রিপোর্ট।

শুক্রবার সকাল থেকেই রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয় ভোট গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম। নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত সিলেট জানালেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার এজহারুল হক।

নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি, দুই শতাধকি র‌্যাব এবং তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে।

১২৮টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৬২ কেন্দ্রে থাকবে বিশেষ ব্যবস্থা জানালেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম রোকনউদ্দিন। একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিলেট নগরবাসী। ভোটের দিন সিলেটে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ