বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়আমাদের ভেতরে তৃতীয় পক্ষের কিছু চক্রান্তেই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে - ...

আমাদের ভেতরে তৃতীয় পক্ষের কিছু চক্রান্তেই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে – বর্ষা

barsha 222ক’মাস আগে স্বামী অনন্তের সাথে বিচ্ছেদ নাটকের পর চিত্রনায়িকা বর্ষা আবারো ব্যস্ত হয়েছেন মোস্ট ওয়েলকাম টু-এর সিক্যুয়েল ছবিতে।

এরই মধ্যে ঢাকা, রাঙামাটি, ভারতের চেন্নাইয়ে শ্যুটিংয়ের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই চলচ্চিত্রের গানের শ্যুটিংয়ের কাজে পুরো চলচ্চিত্রের ইউনিট মালয়েশিয়া, স্কটল্যান্ড ও লন্ডনে যাবে।
তবে দীর্ঘদিন পর আলোচিত চিত্রনায়িকা বর্ষা এখন মুনসুন ফিল্ম-এর দায়িত্বে কাজ করছেন। পুরো শ্যুটিংয়ের ব্যাপারেও বেশ তদারকি করছেন।
এছাড়া স্বামী পরিচালক অভিনেতা অনন্তের সাথে তার ভুল বোঝাবুঝি প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আমাদের ভেতরে তৃতীয় পক্ষের কিছু চক্রান্তেই এই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমরা নিজেরা সেই তৃতীয় পক্ষকে এরই ভেতরে খুঁজেও বের করেছি। তাই এখন বরং আমরা নিজেদের শত্রুকে চিনতে সক্ষম হয়েছি।’
আরও পড়ুন

সর্বশেষ