শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েকক্সবাজার শহরে সত্তরটি ঘর পুড়ে ছাই, আহত ২৫

কক্সবাজার শহরে সত্তরটি ঘর পুড়ে ছাই, আহত ২৫

কক্সবাজার কক্সবাজার শহরের মধ্যম নুনিয়ারছড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৭০টি ঘর। জনৈক শফিকুর রহমান কোম্পানির কলোনিতে এই অগ্নিকান্ড ঘটে। এতে ওই কলোনিতে ভাড়া থাকা ৭০টি পরিবার সর্বস্বান্ত হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত এক কোটি টাকা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নেভানোর চেষ্টাকালে নারী-পুরুষ ও শিশুসহ আহত হয়েছে  ২৫ জন। সূত্রে জানা গেছে, শহরের মধ্যম নুনিয়ারছড়ার হাজি শফিকুর রহমানের মালিকানাধীন শফিক কলোনিতে সন্ধ্যা ৭টায় হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়লে ওই কলোনির একশ’টি ভাড়া ঘরের মধ্যে ৭০টি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন ছাড়াও কক্সবাজার দমকল বাহিনীর লোকজন পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওসময় আগুন নেভানোর চেষ্টাকালে অমত্মত ২৫ নারীপুরম্নষ ও শিশুসহ আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে জেলাসদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শফিক কলোনির ভাড়াটিয়া লোকজন জানান, কলোনিতে একশ’টি নিম্ন আয়ের পরিবার ভাড়া থাকেন। ওইসব পরিবারের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওসব পরিবারের সদস্যরা কোন মালামাল বাসা থেকে বের করতে পারেনি। ওইসব পরিবারের প্রায় ৪ শতাধিক সদস্য বর্তমানে খোলা আকাশের নিছে বৃষ্টিতে মানবেতর জীবন কাটাচ্ছে। কক্সবাজার ফায়ার সার্ভিস সূত্র জানায়, রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ