রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরেড ক্রিসেন্ট’র উদ্যোগে বাঁশখালীতে প্রশিক্ষণ ভাতা বিতরণ

রেড ক্রিসেন্ট’র উদ্যোগে বাঁশখালীতে প্রশিক্ষণ ভাতা বিতরণ

বাঁশখালীতে বন্যা পুনর্বাসন প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত ৫’শ মহিলাকে প্রশিক্ষণ ভাতা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিট। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে বাঁশখালী উপজেলার সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ২ নম্বর সাধনপুর ইউপি চেয়ারম্যান ছমি উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শফিউল আজম, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আ.ক.ম শামশুজ্জামান চৌধুরী। এতে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য এস.এম. সফিউল আলম, মির্জা জসিম উদ্দিন, কর্মকর্তা সাজেদা বেগম, আবদুল কাদের প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক মহিলাকে জনপ্রতি তিন হাজার টাকার চেক প্রদান করা হয়।

এর আগে নিরাপদ পানি স্যানিটেশন ও স্বাস্থ্যাভ্যাস, শিশু পরিচর্যা ও পুষ্টি, বাড়ি ভিত্তিক উৎপাদন এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে ২০১২ সালের ২৬ জুন বন্যায় বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রশিক্ষণ দেয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ