চলে গেলেন কিংবদন্তী অভিনেতা সিরাজুল ইসলাম মন্টু। শনিবার রাত নয়টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুণী এই অভিনেতা মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে এক ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। আগামীকাল বাদ যোহর ময়মনসিংহের গুলকী বাড়ি গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার বড় মেয়ে মিতা। একজন কৌতুকাভিনেতা হিসেবেই তিনি অধিক জনপ্রিয় ছিলেন।