শনিবার, জুলাই ২৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন৪ বছরে পটিয়ায় সাড়ে তিনশ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে

৪ বছরে পটিয়ায় সাড়ে তিনশ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে

পটিয়ায় উপজেলা পরিষদের উদ্যোগে সকল ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য ও সচিবদের সাথে উন্নয়ন কর্মকা- নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, বিগত সাড়ে চার বছরে পটিয়ায় সাড়ে তিনশ কোটি টাকার উন্নয়ন সাধিত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সেবার মানসিকতা নিয়ে উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে হবে। তাহলে দেশের মানুষ কাক্সিক্ষত সেবা পাবে। তিনি বলেন, সঠিকভাবে উন্নয়ন কাজ করতে হলে কাজের নিয়মাবলী সম্পর্কেও জনপ্রতিনিধিদের জানতে হবে। তিনি সরকারি যাবতীয় নীতিমালা ও পরিপত্র মোতাবেক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

গতকাল বৃহস্পতিবার সকালে পটিয়া রয়েল কমিউনিটি সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়ার পারভীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম শামশুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান সোহেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, ছালামত উল¬া মল¬, মোহাম্মদ ছৈয়দ, মাহবুবুর রহমান, এম.এ হাশেম, দিদারুল আলম, মোহাম্মদ আলী, সামশুল ইসলাম, এহেসানুল হক, শাহিনুল ইসলাম সানু, পৌর কাউন্সিলর আল মনছুর জুয়েল, সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা এম এজাজ চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ