টানা ৪ দিন প্রচণ্ড দাবদাহের পর শুক্রবার সকালের বৃষ্টিতে জনমনে স্বস্তি নেমে এসেছে। প্রচণ্ড গরমে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছিল। আকাশে মাঝে মাঝে মেঘ উঁকি মারলেও তাতে বৃষ্টি ঝরেনি। কাঠ ফাটা রোদে ঘরের বাইরে শ্রমজীবী ও সাধারণ মানুষের কষ্টের সীমা ছিল না। মানুষ অধীর আগ্রহে বৃষ্টির অপেক্ষায় ছিলো। শুক্রবার সকালের এই বৃষ্টিতে প্রকৃতিতে কোমলতা নেমে এসেছে। ফিরে এসেছে কর্মচঞ্চলতা।