সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদজাতীয়মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৫ হাজার টাকা

মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৫ হাজার টাকা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

চলতি বছর জানুয়ারি মাস থেকে মুক্তিযোদ্ধারা পাঁচ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন ‍মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ইতিপূর্বে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ছিল তিন হাজার টাকা।

বর্তমানে সারা দেশে নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখে উন্নীত হয়েছে। আগে এই সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজারের মতো।  মুক্তিযোদ্ধাকে মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা বাবদ ৪০ কোটি টাকা এবং বছরে ৪৮০ কোটি টাকা ব্যয় করতে হবে।
জানাগেছে, এবারের ভাতা বৃদ্ধির মধ্যে দিয়ে মহাজোট সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসে চার দফায় মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করে। প্রথম দফায় গত চারদলীয় জোট সরকারের আমলের ৯০০ টাকা থেকে দেড় হাজার টাকায় উন্নীত করে। দ্বিতীয় ধাপে সেটি ২ হাজার টাকায় এবং তৃতীয় ধাপে  ৩ হাজার টাকায় উন্নীত করা হয়। এবার চতুর্থ দফায় ৩ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকায় উন্নত করা হলো।
আরও পড়ুন

সর্বশেষ