রবিবার, মে ১২, ২০২৪
প্রচ্ছদজাতীয়ইজতেমায় আজ যৌতুক বিহীন বিয়ে, আরও ২ মুসল্লির মৃত্যু

ইজতেমায় আজ যৌতুক বিহীন বিয়ে, আরও ২ মুসল্লির মৃত্যু

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

তালিম -বয়ান, ইবাদত- বন্দেগী আর জিগির – আসকারের মধ্যদিয়ে ইজতেমা ময়দানে সময় পাড় করছেন কয়েক লাখ দেশী বিদেশী মুসল্লি। আজ শনিবার ফজরের নামাজের পর বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা হাজী আব্দুল ওয়াহাব। আর বাংলা ভায়ায় এর তরজমা করেন মাওলানা দেলোয়ার হোসেন। বয়ান শুরু করার আগে আরও দু’জনের জানাজার নামাজ পড়ানো হয় ইজতেমা ময়দানে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নোয়াখালি জেলার সোনাইমুরির রাজারামপুর গ্রামের নূরমোহাম্মদ (৭০)সহ দুই জন মুসল্লি মারা গেছেন। এনিয়ে দ্বিতীয় পর্বে মারা গেছেন মোট আট জন মুসল্লি। ইজতেমার কর্মসূিচতে এবারো রয়েছে যৌতুক বিহীন গণবিয়ের আয়োজন। আজ আছরের নামাজের পর বিয়ে পড়াবেন তাবলীগের শীর্ষ মুরব্বী দিল্লীর মাওলানা যোবায়েরুল হাসান। এই বিয়ের জন্য এরই মাঝে অর্ধশতাধিক বর-কনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এই ইজতেমার পরও ইসলামের দাওয়াত পৌঁছাতে আর পরকালের জন্যে নিজেদের তৈরী করতে নতুন করে চিল্লায় বের হবেন হাজার হাজার তাবলীগ কর্মী। তারা জামায়াত বন্দি হতে নাম লিখাচ্ছেন। আর জড়ো হচ্ছেন ময়দানের তাশকিলের কামরায়। রোববার সকালে তাদের উদ্দেশ্যে মাওলানা শা’দ করবেন হেদায়েতি বয়ান। ইজতেমা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ৫ স্তরে র‌্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ১০ হাজারের বেশী সদস্য কাজ করে যাচ্ছেন। আয়োজকদের একজন জিম্মাদার মাওলানা গিয়াস উদ্দিন জানান, আগামী রোববার সকাল ১১ টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

আরও পড়ুন

সর্বশেষ