রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউঅমর একুশে ।। এলো ভাষার মাস

অমর একুশে ।। এলো ভাষার মাস

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

যখন ফাগুন আসে পলাশের লালিমায়, কৃষ্ণচূড়ার লাল ফুল পাপড়ি মেলে দেয়, যখন গ্রেগরিয়ান হিসেবে বছরের চাকা ঘুরে খুলে যায় ফেব্রুয়ারির গৌরবদীপ্ত পাতা, তখন এ শোষিত লাঞ্চিত বাঙালি হৃদয়ের নিভৃতে কী এক অব্যক্ত অনুভব অনুভূতি ভিড় করে। কৃষ্ণচূড়া, শিমূল, পলাশের লালিমায় কিংবা ন্যায় সত্য সুন্দরের প্রতিষ্ঠায় যখন খুন ঝরে, বাঙালি চেতনায় একুশ জাগ্রত হয় তখনই। একুশের চেতনায় শাণিত হওয়ার মাস, ভাষা ভালোবাসার মাস ফেব্রুয়ারি আজ আবার ফিরে এসেছে। এ মাসটির সাথে মিশে গেছে বাঙালির কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আর বীরত্ব গাঁথা। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের মুখের ভাষার জন্য এ দেশের দামাল ছেলেরা বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন। পশ্চিম পাকিচ্চানি শাসকগোষ্ঠী কর্তৃক রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে সংখ্যাগরিষ্ঠ বাঙালির উপর চাপিয়ে দেয়ার প্রতিবাদে সেদিন এদেশের দামাল ছেলেরা ঢাকার রাজপথে ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছিলেন নিজের জীবন দিয়ে মাতৃভাষা বাংলার সম্মান রক্ষা করে। তাই সেদিন রাষ্ট্রভাষা হিসেবে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার্থে জীবন উৎসর্গ করা সালাম, বরকত, রফিক, জব্বার কোন দলের লোক ছিলেন সেটা এদেশের গণমানুষ বিবেচনা করে না। গণমানুষের উপলব্ধি হচ্ছে এঁরা দেশপ্রেমিক সূর্যসন্তান। বুকের রক্ত দিয়ে কিংবা নিজের জীবন উৎসর্গ করে মাতৃভাষার অচ্চিত্ব রক্ষা করার নজির পৃথিবীর জ্ঞাত ইতিহাসে আর একটিও নেই। মায়ের মুখে ভাষা ফিরিয়ে দেয়ার সে সংগ্রাম পরবর্তীতে মুক্তিযুদ্ধে এনে দেয় স্বাধীনতা। এ মাসটি তাই আমাদেও প্রেরণার উৎস। আজ থেকে চট্টগ্রামসহ সারা দেশে ধ্বনিত হবে কালজয়ী সে গান ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’। থাকবে একুশের বইমেলাসহ নানা অনুষ্ঠান। ভাষার মাসে দেশের সর্বত্র বৈচিত্র্যময় সাংস্কৃতিক কর্মকাণ্ডে থাকে মুখরিত। সৃজনশীল ও উদ্দীপনামূলক আমেজ বিরাজ করে সবখানেই।

আরও পড়ুন

সর্বশেষ