আগামী ৩০ জুন পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর বনানী সেতুভবনে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক নির্মাণে একটি চুক্তি স্বাক্ষরের পর সংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ৯ হাজার ১৭২ কোটি টাকা ব্যয়ে মূল সেতুর দরপত্র আহ্বান করা হবে। আসন্ন বাজেটের পদ্মা সেতুর জন্য ৬ হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দ থাকবে। এ সময় পদ্মা সেতু প্রকল্পে মাওয়া পয়েন্টে রাস্তা উন্নয়নের জন্য মালয়েশিয়ার একটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।