সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
প্রচ্ছদটপবিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পেলেন এ্যানী

বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পেলেন এ্যানী

ANEE-CHOWDHURIজাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে বিএনপির সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করবেন। বর্তমান বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অসুস্থ থাকায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া এ্যানীকে এই দায়িত্ব দেন।  বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বুধবার এ সংক্রান্ত একটি চিঠি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দেয়া হয়েছে। এর ফলে জয়নুল আবদিন ফারুকের পরিবর্তে চলতি বাজেট অধিবেশনে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।

 এ ব্যাপারে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক শারীরিকভাবে মারাত্মক অসুস্থ। তিনি চিকিৎসার জন্য বৃহস্পতিবার সিঙ্গাপুরে যাচ্ছেন। এই অবস্থায় সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে বিরোধীদলীয় নেতা আমাকে চিফ হুইপের দায়িত্ব দিয়েছেন। এ ব্যাপারে ইতোমধ্যে স্পিকারকে চিঠি দেয়া হয়েছে।  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নবম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন

সর্বশেষ