মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়ক্যারিয়ার নিয়ে চিন্তিত রুমানা

ক্যারিয়ার নিয়ে চিন্তিত রুমানা

rumanaনিজের ক্যারিয়ার নিয়ে ভীষণ চিন্তিত টিভি অভিনেত্রী রুমানা। যদিও টিভি অভিনেত্রীর খোলস থেকে বের হয়ে সিনেমায় নিয়মিত হওয়ার চেষ্টা করছেন অনেক দিন থেকেই। আর এখানেই চিন্তার শুরু। অনেক স্বপ্ন নিয়ে সিনেমায় নেমে শুরু থেকেই মূল নায়িকা হওয়ার আফসোস বহন করতে হচ্ছে তাকে।

 রুমানাকে মূল নায়িকা করার সাহস দেখাননি নির্মাতারা। এখন পর্যন্ত যতোগুলো সিনেমায় কাজ করেছেন, তার সবগুলোতেই পার্শ্ব চরিত্রে অভিনয় করতে হয়েছে রুমানাকে। বর্তমানে একঝাঁক নতুন মুখ চলচ্চিত্রে আসায় পার্শ্ব চরিত্রের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন তিনি। উপায় না পেয়ে আবারো ছোট পর্দাতেই ফিরে যাচ্ছেন তিনি। বর্তমানে অনেকগুলো এক ঘণ্টা এবং ধারাবাহিক নাটকের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন রুমানা।

আরও পড়ুন

সর্বশেষ