শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
প্রচ্ছদখেলার সময়অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় সবকিছু নয়: অশ্বিন

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় সবকিছু নয়: অশ্বিন

ashwin_reactionsআইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে ২৪৩ রানের বিশাল জয় পেয়েছে ভারত। তবে এ বড় জয়কে বড় করে দেখছেন না ভারতের স্পিনার অশ্বীন। বলেছেন, এ জয় সবকিছু নয়।  খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে হবে।  ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচের শুরুটা দেখে মনে হয়েছে বেশি রান করতে পারবে না ভারত। তবে ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা তা আবারো প্রমাণ হলো এ ম্যাচে। ৫৫ রানের মধ্যেই ভারতীয় সেরা ব্যাটসম্যানদের পতন। তবে পরের দৃশ্যটা যে এতটা আলাদা হবে তা হয়তো কেউ ভাবতেই পারেনি।

 অধিনায়ক ধোনি আর ফর্মে থাকা দিনেশ কার্তিক শেষে যা করে দেখালেন তা রীতিমতো চমকে যাবার মতো। দিনেশ কার্তিক অপরাজিত ১৪৮ আর ধোনির ৯১ রানের উপর ভর করে ৩০৮ রানের পুঁজি পায় ভারত।  কীভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয় তা আবারো প্রমাণ করলেন ধোনি। এদিকে ব্যাটিংয়ে নেমে ৬৫ রানেই পুরো প্যাকেট অস্ট্রেলিয়া।  ভারতীয় বোলার উমেষ যাদবের তোপে খেই হারিয়ে ফেলে অজি ব্যাটসম্যানরা। উমেষ যাদব ৫টি এবং ইশান্ত শার্মা ৩টি করে উইকেট নেন।

আরও পড়ুন

সর্বশেষ