বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়মায়ের জন্য গান করতে চাই - ন্যান্সি

মায়ের জন্য গান করতে চাই – ন্যান্সি

nancyআবারো ফেসবুকের মাধ্যমে সর্বসাধারণের কাছে একটি বিশেষ আবেদন জানালেন ন্যান্সি। আগে নিয়মিত না হলেও, সম্প্রতি ফেসবুকে সক্রিয় হয়েছেন সময়ের এই আলোচিত কণ্ঠশিল্পী। সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমটি দিয়ে এখন তিনি নিয়মিত খবর রাখছেন চারপাশের, নিজের খবরটাও পৌঁছে দিচ্ছেন নিয়মিত। সেখানেই তিনি গেল মঙ্গলবার গানের কথা চেয়ে আবেদন জানিয়েছেন সবার কাছে।

তার সেই স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি মায়ের জন্য একটি গান করতে চাই। আপনাদের মধ্যে যারা আগ্রহী তারা গান লিখে আমাকে পাঠান nancynaz666@gmail.com এই ঠিকানায়।  আপনাদের পাঠানো গান থেকে সেরা গানটি বেছে নেবো আমি। ফেসবুকে এমন আবেদন প্রসঙ্গে ন্যান্সি বলেন, মা যে কোন মানুষের জীবনেই অমূল্য ধন। গানের কথা দিয়ে মায়ের প্রতি ভালবাসার পুরোটা যথাযথভাবে প্রকাশ করা আদৌ সম্ভব নয়। তবুও চেষ্টা করছি, হারানো মার জন্য গানে গানে নিজের ভালবাসাটা প্রকাশের।’

‘মায়ের বেলায় প্রতিটি মানুষের আবেগ অনুভূতির সীমা নেই। সবাই তো কোন না কোন মায়ের সন্তান। সবারই এ নিয়ে অনেক কিছু বলার আছে। মায়ের জন্য মানুষের সেই আবেগ-অনুভূতির কথাগুলো থেকে অন-ত একটি অনবদ্য গান আমি কণ্ঠে তুলতে চাই। আমিতো গান-কবিতা লিখতে জানি না।’

‘তাই ফেসবুকে এমন আবেদন জানালাম। আশা করছি মায়ের জন্য আমার মনের ভালবাসা আর বেদনার গল্প উঠে আসবে এসব গানের কথায়। ন্যান্সি আরও বলেন, কোন বাণিজ্যিক চিন্তা কিংবা প্রচারণার জন্য আমি এই সিদ্ধান্ত নেইনি। আমি শুধু মাকে নিয়ে একটা অসাধারণ কথার গান গাইতে চাই। সরল ভাষায় মায়ের প্রতি ভালোবাসার সর্বোচ্চ অনুভূতি আমি গানে গানে প্রকাশ করতে চাই।’

আরও পড়ুন

সর্বশেষ