শনিবার, জুলাই ২৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েবাগেরহাটে বড়াল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

বাগেরহাটে বড়াল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

BAGERHAT COURTবাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কালিদাস বড়াল হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দায়রা জজ আদালত। সেই সঙ্গে ৯ জন আসামীকে বেকসুর খালাস ও ৫ জন মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

বুধবার দুপুরে, বাগেরহাট জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান এ রায় দেন। তবে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে তিনজন পলাতক রয়েছেন। ২০০০ সালের ২০ আগস্ট বাগেরহাট শহরের সাধনার মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন অ্যাডভোকেট কালিদাস বড়াল। এ ঘটনায় পুলিশ বাবলু ও শহীদ নামে ২ জনকে আটক করলে তারা আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। সেই সঙ্গে ঘটনার সাথে জড়িতদের নাম প্রকাশ করে তারা।

আরও পড়ুন

সর্বশেষ