ঝুঁকিমুক্ত ও পরিকল্পিত চট্টগ্রাম নগরী গড়ে তুলতে মাসব্যাপী গণ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) । বুধবার সিডিএ’র সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে সিডিএর চেয়ারম্যান আব্দুস সালাম এ কথা জানান। এ সময় তিনি বলেন ইমারত নির্মাণ বিধিমালা, ডিটেইল এরিয়া প্ল্যান, ভূমিকম্প সহনীয় ইমারত নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে পেশাজীবী ও জনসাধারণকে সচেতন করতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৭ জুন থেকে শুরু হবে এ কর্মসূচি।