সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের পরিবেশ দিবসের স্লোগান ছিল “ভেবে চিন্তে খাই অপচয় কমাই”।
চট্টগ্রাম: বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বন্দর নগরী চট্টগ্রামে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। রং বেরংয়ের ফেষ্টুন হাতে পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। ময়মনসিংহ: দিবসটি উপলক্ষে ময়মনসিংহে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে একটি বর্নাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে টাউনহলে আলোচনা সভা হয়। পঞ্চগড়: র্যালি আলোচনা সভা ছাড়াও পঞ্চগড়ে পরিবেশ দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা চত্বরে বৃক্ষ রোপন করা হয়। খাগড়াছড়ি: “গাছ লাগিয়ে ভরবো দেশ, তৈরি করবো সুখের পরিবেশ “এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যলয় মাঠ থেকে বর্নাঢ্য র্যালি বের হয়। পরে টাউনহল মাঠে আয়োজন করা হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা। সুনামগঞ্জ: দিবসটি উপলক্ষে সুনামগঞ্জে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়, পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রামান্য চিত্র দেখানো হয়। মংলা: সুন্দারবনের বনজসম্পদ পাচার বন্ধ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে মংলা পৌরসভার সামনে পরিবেশ দিবসের দিন মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এছাড়া কুড়িগ্রাম, দিনাজপুর, জয়পুরহাট, নেত্রকোনা, কুমিল্লা, নরসিংদী, বরগুনা, ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে র্যালি আলোচনাসভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ দিবস পালিত হয়।