আকসুর রিপোর্টের উপর অনেকাংশেই নির্ভর করছে কতোটা ক্ষুন্ন হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভাবমূর্তি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ -এর ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান- আফজালুর রহমান সিনহা। সেই সঙ্গে সাম্প্রতিক ম্যাচ গড়াপেটা বিতর্কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল-এর কোন সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন তিনি। বিপিএলের ভবিষ্যত নিয়ে সংশয় প্রকাশ করলেন বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান আফাজালুর রহমান সিনহা। এ সময় আফাজালুর রহমান সিনহা বলেন, হাতে প্রমান না থাকায় বলতে পারছেন না, বর্তমান বিশ্বের ফিক্সিং বিতর্ক থেকে দৃষ্টি সরিয়ে নিতেই বাংলাদেশের ফিক্সিং বিতর্ককে সামনে নিয়ে আসা হয়েছে কি না। ভারতীয় ক্রিকেট বোর্ডের শক্ত অবস্থানের কারনে ফিক্সিং বিতর্কে ভারতের ক্ষতি হবেনা । তবে আকসুর রিপোর্টের উপর অনেকাংশেই নির্ভর করছে কতোটা ক্ষুন্ন হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভাবমূর্তি। তবে,রিপোর্টে কি শুধু আশরাফুলের নাম আসবে, আর যদি অন্য কোন খেলোয়ারের নাম আসে তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আকসুর রিপোর্টের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। এরই মাঝে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে আকসুর তদন্তে কোন ক্রিকেটারের নাম উঠে এলে তাদের ব্যাপারে পদক্ষেপ নেবে বিসবি। নিজের দোষ স্বীকার করার পর এখন সবার দৃষ্টি মোহম্মদ আশরাফুলের দিকে। তবে ফিক্সিং বিতর্কে উচ্চারিত অন্য নামগুলোর বিষয়ে আকসুর রিপোর্টের পরই সিদ্ধান্ত জানাবে বিসিবি। তবে বিপিএলের চেয়ারম্যান জানালেন আশরাফুল দোষ স্বীকার না করলে হয়তো ঝুলে থাকতো তার বিষয়টিও।
আকসুর রিপোর্টের উপর নিভর্র করছে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি
![](http://www.bdsomoy24.com/wp-content/uploads/2023/08/BD-Somoy24-com__Bangla-Fina.jpg)