প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে সংসদীয় রীতি অনুযায়ী যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও আগামী জাতীয় নির্বাচন সেভাবেই হবে। বাংলাদেশে সফররত আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী অ্যালান ডানকান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়েছে এবং একটি সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশন সদস্যদের নির্বাচন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় সংসদের উপ-নির্বাচনসহ সব নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বৃটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান।