নৌবাহিনীর বহরে নতুন জাহাজ ‘বিএনএস সমুদ্র জয়’ যুক্ত হতে যাচ্ছে, গতকাল বাংলাদেশ সময় রাত ১১টায় ক্যালিফোর্নিয়ার কোস্ট গার্ড আইল্যান্ড-এ যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড কাটার জারভিসকে আনুষ্ঠানিকভাবে ডিকমিশন ও বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করছে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এর নতুন নাম ‘বিএনএস সমুদ্র জয়’। প্যাসিফিক এরিয়া কমান্ডার, ভাইস এডমিরাল পল এফ জুকুল্ফট এবং ভাইস এডমিরাল মোহাম্মদ ফরিদ হামিদ, বাংলাদেশ নৌবাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জারভিস এক্সেস ডিফেন্স আর্টিকেলস (এডিএ) হিসেবে বাংলাদেশের সঙ্গে ফরেন মিলিটারি সেলস (এফএমএস)-এর আওতায় হস্তান্তর করা হবে। বিএনএস সমুদ্র জয় এ বছরের শেষ নাগাদ বাংলাদেশের পথে যাত্রা করবে। বাংলাদেশ নৌবাহিনীর ২০ জনের একটি দল গত ১২ই মার্চ আলামেডা যায় জারভিসকে গ্রহণের প্রস্তুতির জন্য। বাংলাদেশী নাবিকদের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ নাজমুল করিম কিসলু, তিনি সম্ভাব্য কমান্ডিং অফিসার। গত ২০শে মে অতিরিক্ত ৭০ সদস্যের বাংলাদেশী নাবিক পৌঁছান। হস্তান্তর সম্পন্ন হওয়ার পর জারভিসের ক্যালিফোর্নিয়া থেকে বাংলাদেশের পথে যাত্রার আগ পর্যন্ত ২৬ জন সাবেক জারভিস নাবিক বাংলাদেশী নাবিকদের সহায়তার জন্য পরামর্শক হিসেবে কাজ করবেন।