ইন্টারন্যাশনাল ডেক্স ঃ ভারতে দ্বিতীয় ইউপিএ সরকারের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান মঞ্চ থেকে কংগ্রেস সভানেত্রী দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীরা লাগাতার কুৎসা ছড়ালেও তিনি মর্যাদার সঙ্গেই নিজের দায়িত্ব পালন করছেন। আমরা তাকে শ্রদ্ধা করি এবং সবাই তার পাশে রয়েছি। অনুষ্ঠান মঞ্চে মনমোহনের হয়ে জোরালো সওয়াল করার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও সোনিয়া বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার মতান্তরের কাহিনী সংবাদ মাধ্যমের সৃষ্টি। এর কোন সত্যতা নেই। তবে সোনিয়া গত মঙ্গলবার মনমোহনের পাশে দাঁড়ালেও কার্যত স্পষ্ট হয় গেছে যে তার মেয়াদ ২০১৪ পর্যন্তই। লোকসভায় রাহুলকে সামনে রেখেই ভোটে যাবে কংগ্রেস। এর আগে ইউপিএ’র বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকলেও এবারই প্রথম মঞ্চে দেখা গেল রাহুলকে। এই উপস্থিতিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দল। ইউপিএ’র বর্ষপূর্তির মঞ্চে অনুষ্ঠান সঞ্চালক সংসদ বিষয়ক মন্ত্রী কমল নাথ এদিনই এক সাক্ষাৎকারে বলেন, মনমোহনে আস্থা অটুট থাকলেও রাহুলই দলের ভবিষ্যৎ। তিনি আরও বলেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী হিসেবে ১০ বছর কাজ করছেন। তিনি তার দায়িত্ব অত্যন্ত কুশলতার সঙ্গে পালন করেছেন। তবে দল ও সরকারের কাজে এখনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল। এবার তাকে সামনে রেখেই লোকসভা ভোটে যাওয়া উচিত কংগ্রেসের। তবে এখনই কোন জল্পনা উস্কে না দিয় স্বভাবসুলভ ভঙ্গিতে রাহুল এদিনও বলেন, আমি তো আগেই জানিয়েছি দলের কাজ করবো। ২০১৪ সাল পর্যন্ত মনমোহন সিংই প্রধানমন্ত্রী থাকবেন। ভবিষ্যতের সমীকরণ যা-ই দাঁড়াক, সন্দেহ নেই কংগ্রেস সভানেত্রীর বার্তা আপাতত স্বস্তি দিয়েছে মনমোহনকে। কারণ, শুধু বিরোধীরাই নন, সরকারের শরিক দলের নেতারাও ইদানীং পরোক্ষে তার সমালোচনা শুরু করেছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা ইউপিএ’র শরিক নেতা শারদ পাওয়ার বলেছেন, প্রধানমন্ত্রী আর একটু তৎপর ও আক্রমণাত্মক হবেন বলে অনেকে প্রত্যাশা করেন। এ অবস্থায় গতকাল নৈশভোজের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, সোনিয়ার বার্তায় কি তিনি আশ্বস্ত বোধ করছেন জবাবে মনমোহন বলেন, নতুন করে আস্বস্তিবোধ করার কোন বিষয় ঘটেনি। কারণ, কংগ্রেস সভানেত্রীর সঙ্গে কোন বিষয় কোন দিন আমার মতান্তর হয়নি। যে প্রচার চালানো হচ্ছিল তা সর্বৈব মিথ্যা। সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পরে অশ্বিনী কুমারকে মন্ত্রিসভা থেকে সরানো নিয়ে টানাপড়েন তৈরি হলে কংগ্রেস সূত্রে বলা হয়, অশ্বিনীর ইস্তফা সোনিয়া চাইলেও মনমোহন রাজি নন। অশ্বিনীর ইস্তফার পরেও আবার কংগ্রেস সূত্রে বলা হয়, সোনিয়ার চাপেই আইনমন্ত্রীকে সরাতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী। কিন্তু এরপরই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বুঝতে পারেন মতান্তরের বার্তায় দলের ক্ষতি। এতে লোকসভা ভোটের আগে বিরোধীরা আরও বেশি করে প্রচার করবে প্রধানমন্ত্রীর কোন কর্তৃত্ব নেই। আর তাই সোনিয়াকে সমন্বয়ের কথা বলতে হয়েছে জোরের সঙ্গে।
B›Uvib¨vkbvj †W· t fvi‡Z wØZxq BDwcG miKv‡ii PZy_© el©c~wZ©i Abyôvb g †_‡K Ks‡MÖm mfv‡bÎx ب_©nxb fvlvq Rvwb‡q w`‡q‡Qb, cÖavbgš¿xi wei“‡× we‡ivaxiv jvMvZvi Kyrmv Qov‡jI wZwb gh©v`vi m‡½B wb‡Ri `vwqZ¡ cvjb Ki‡Qb| Avgiv Zv‡K kÖ×v Kwi Ges mevB Zvi cv‡k i‡qwQ| Abyôvb g‡Â gb‡gvn‡bi n‡q †Rviv‡jv mIqvj Kivi c‡i mvsevw`K‡`i cÖ‡kœi Rev‡eI †mvwbqv e‡jb, cÖavbgš¿xi m‡½ Zvi gZvš—‡ii Kvwnbx msev` gva¨‡gi m…wó| Gi †Kvb mZ¨Zv †bB| Z‡e †mvwbqv MZ g½jevi gb‡gvn‡bi cv‡k `uvov‡jI Kvh©Z ¯úó nq †M‡Q †h Zvi †gqv` 2014 ch©š—B| †jvKmfvq ivûj‡K mvg‡b †i‡LB †fv‡U hv‡e Ks‡MÖm| Gi Av‡M BDwcGÕi el©c~wZ© Abyôv‡b Dcw¯’Z _vK‡jI GeviB cÖ_g g‡Â †`Lv †Mj ivûj‡K| GB Dcw¯’wZ‡K Zvrch©c~Y© e‡j g‡b Ki‡Q `j| BDwcGÕi el©c~wZ©i g‡Â Abyôvb mÂvjK msm` welqK gš¿x Kgj bv_ Gw`bB GK mv¶vrKv‡i e‡jb, gb‡gvn‡b Av¯’v AUyU _vK‡jI ivûjB `‡ji fwel¨r| wZwb AviI e‡jb, gb‡gvnb wms cÖavbgš¿x wn‡m‡e 10 eQi KvR Ki‡Qb| wZwb Zvi `vwqZ¡ AZ¨š— KykjZvi m‡½ cvjb K‡i‡Qb| Z‡e `j I miKv‡ii Kv‡R GLbB ¸i“Z¡c~Y© f~wgKv cvjb Ki‡Qb Ks‡MÖ‡mi mn-mfvcwZ ivûj| Gevi Zv‡K mvg‡b †i‡LB †jvKmfv †fv‡U hvIqv DwPZ Ks‡MÖ‡mi| Z‡e GLbB †Kvb Ríbv D‡¯‹ bv w`q ¯^fvemyjf fw½‡Z ivûj Gw`bI e‡jb, Avwg †Zv Av‡MB Rvwb‡qwQ `‡ji KvR Ki‡ev| 2014 mvj ch©š— gb‡gvnb wmsB cÖavbgš¿x _vK‡eb| fwel¨‡Zi mgxKiY hv-B `uvovK, m‡›`n †bB Ks‡MÖm mfv‡bÎxi evZ©v AvcvZZ ¯^w¯— w`‡q‡Q gb‡gvnb‡K| KviY, ïay we‡ivaxivB bb, miKv‡ii kwiK `‡ji †bZvivI B`vbxs c‡iv‡¶ Zvi mgv‡jvPbv ïi“ K‡i‡Qb| †K›`Öxq K…wlgš¿x Z_v BDwcGÕi kwiK †bZv kvi` cvIqvi e‡j‡Qb, cÖavbgš¿x Avi GKUy Zrci I AvµgYvZ¥K n‡eb e‡j A‡b‡K cÖZ¨vkv K‡ib| G Ae¯’vq MZKvj ˆbk‡fv‡Ri Abyôv‡b cÖavbgš¿x‡K cÖkœ Kiv nq, †mvwbqvi evZ©vq wK wZwb Avk¦¯— †eva Ki‡Qb Rev‡e gb‡gvnb e‡jb, bZyb K‡i Av¯^w¯—‡eva Kivi †Kvb welq N‡Uwb| KviY, Ks‡MÖm mfv‡bÎxi m‡½ †Kvb welq †Kvb w`b Avgvi gZvš—i nqwb| †h cÖPvi Pvjv‡bv nw”Qj Zv m‰e©e wg_¨v| mywcÖg †Kv‡U©i fr©mbvi c‡i Awk¦bx Kygvi‡K gwš¿mfv †_‡K miv‡bv wb‡q Uvbvc‡ob ˆZwi n‡j Ks‡MÖm m~‡Î ejv nq, Awk¦bxi B¯—dv †mvwbqv PvB‡jI gb‡gvnb ivwR bb| Awk¦bxi B¯—dvi c‡iI Avevi Ks‡MÖm m~‡Î ejv nq, †mvwbqvi Pv‡cB AvBbgš¿x‡K miv‡Z eva¨ n‡jb cÖavbgš¿x| wKš‘ GiciB Ks‡MÖm kxl© †bZ…Z¡ eyS‡Z cv‡ib gZvš—‡ii evZ©vq `‡ji ¶wZ| G‡Z †jvKmfv †fv‡Ui Av‡M we‡ivaxiv AviI †ewk K‡i cÖPvi Ki‡e cÖavbgš¿xi †Kvb KZ©…Z¡ †bB| Avi ZvB †mvwbqv‡K mgš^‡qi K_v ej‡Z n‡q‡Q †Rv‡ii m‡½|