মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
প্রচ্ছদআরো খবর......একটি অনাকাঙিড়্গত ঘটনাকে কেন্দ্র করে গত দু’দিন ধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের...

একটি অনাকাঙিড়্গত ঘটনাকে কেন্দ্র করে গত দু’দিন ধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নি ডাক্তারদের কর্মবিরতি

একটি অনাকাঙিড়্গত ঘটনাকে কেন্দ্র করে গত দু’দিন ধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নি ডাক্তারদের কর্মবিরতির ফলে হাসপাতালে রোগীদের ভোগানিত্ম বেড়েই চলছে। সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপড়্গ কোন উদ্যোগ নিয়েছে কি-না জানা যায় নি, তবে আইন-শৃঙ্খলা রড়্গাকারী বাহিনী ইন্টার্নি ডাক্তারদের ওপর হামলার অভিযোগে প্রতিপড়্গের কয়েকজনকে গ্রেফতার করেছে, এমন সংবাদ গণমাধ্যম সূত্রে জানা যায়। কিন্তু ইন্টার্নি ডাক্তারদের সংগঠন আইডিএ’র সভাপতি রাশেকুর রেজা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ দু’দফা দাবি পূরণ না হওয়া পর্যনত্ম কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধানেত্মর কথা সংবাদকর্মীদের কাছে জানান। সুতরাং অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তাদের আন্দোলন আরো কয়েকদিন স্থায়ী হতে পারে। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপড়্গ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোন কার্যকর উদ্যোগ না নিলে, চিকিৎসা ব্যবস্থার বড় ধরনের সংকট তৈরি হতে পারে। ইন্টার্নি ডাক্তার সোহেল পারভেজ সুমনের ওপর যারাই হামলা করেছে আমরা অবশ্যই তার নিন্দা জানাই। একই সাথে ইন্টার্নি ডক্টকরস এসোসিয়েশন যে দু’টি দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে তা অবশ্যই যুক্তিযুক্ত বলে মনে করছি আমরা। কিন্তু সোহেল পারভেজের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রানত্ম থেকে আসা অসহায়, গরিব রোগীরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হবে, তাদের কষ্ট ও ভোগানিত্মর মধ্যে সময় কাটতে হবে- এমন অবস্থা সম্ভবত কোন বিবেকবান মেনে নেবে না। পত্রিকায় প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, ইন্টার্নি ডাক্তারদের অনুপস্থিতি, রোগীর অতিরিক্ত চাপের ফলে মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা ভেঙেপড়ার উপক্রম। রোগী ও দর্শনার্থীদের ভিড় সামলাতে হাসপাতালের প্রধান গেট বন্ধ করে দেয়া হয়েছে। নিয়মিত চিকিৎসকরা পালা করে অতিরিক্ত সময় দিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। এরপরও অনেক রোগী হাসপাতালে প্রবেশ করতে না পেরে ফিরে যাচ্ছে- এমন অভিযোগও সংবাদপত্রের মাধ্যমে পাওয়া যাচ্ছে। সুতরাং বিকল্প ব্যবস্থা যাই হোক, এগুলো সাময়িক। বাসত্মবতা হচ্ছে ইন্টার্নি ডাক্তারদের কর্মবিরতি থেকে ফিরিয়ে আনার যথার্থ উদ্যোগ নিতে হবে। তাদের দাবি যুক্তিসংগত মনে হলে তা বিবেচনায় রেখে তাদের আশ্বসত্ম করে চিকিৎসাসেবায় ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। রোগীর চিকিৎসা পাওয়ার অধিকার যেন কোনভাবেই ড়্গুণ্ন না হয়-এর প্রতি বিশেষ নজর রাখতে হবে সকলকে।
রোগীর চিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে

আরও পড়ুন

সর্বশেষ