
এস এম শামীম ইকবাল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। গত ১ জুন অনুষ্ঠিত ব্যাংকের পরিচালক পর্ষদের ২৪১তম সভায় ২০১৪ সালের এজিএম মেয়াদে সর্বসম্মতি ক্রমে তিনি পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসাবে পুনর্নির্বাচিত হন। এস এম শামীম ইকবাল গাইবান্ধা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ১৯৭৪ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং এখানেই তাঁর শৈশব কাটে। তিনি ভারতের দার্জিলিং-এ অবস্থিত সেন্ট পল’স স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে যুক্তরাজ্যের সাউথইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেন। পেশাগত জীবনে ইকবাল দেশে ও বিদেশে বহু ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত। তিনি ডমিনক্স রিয়েলটি লিঃ, ডমিনক্স টেকনোলজিস লিঃ -এর চেয়ারম্যান, কেডিএস এক্সেসরিস -এর ব্যবস্থাপনা পরিচালক এবং কেডিএস টেক্সটাইল মিল্স লিঃ ও কেডিএস ইনফরমেশন টেকনোলজিস লিঃ -এর পরিচালকসহ বহু শিল্প প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। এছাড়া দেশের প্রথম বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড -এর সাবেক পরিচালক হিসেবেও জনাব ইকবাল দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সমাজ সেবামূলক পহ্ন্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।-বিজ্ঞপ্তি