শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনফৌজদারহাটে গরুবাহী ট্রাকে পেট্রোলবোমা, অগ্নিদগ্ধ হয়ে মরল ৭টি গরু

ফৌজদারহাটে গরুবাহী ট্রাকে পেট্রোলবোমা, অগ্নিদগ্ধ হয়ে মরল ৭টি গরু

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাজারে গরুবাহী একটি ট্রাকে অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমায় ৭টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। একই সময় ট্রাকের আগুন বাজারের আসবাবপত্রের দোকানে ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি দোকান সম্প‍ূর্ণ পুড়ে যায়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় সীতাকুণ্ডের ফৌজদারহাট বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ফৌজদারহাট বাজারে গরুবাহী একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মারলে সেখান থেকে আগুন ফার্নিচারের দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ও আসবাবপত্রের গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। দেড় ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ