বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রচ্ছদটপঅক্টোবরের প্রথম সপ্তাহে ডিসিসি নির্বাচন: সিইসি

অক্টোবরের প্রথম সপ্তাহে ডিসিসি নির্বাচন: সিইসি

CECঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল রমজানের পর দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ। মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সিইসি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এখন কোনো আইনি জটিলতা নেই। তবে প্রস্তুতির জন্য সময় লাগবে বলে ঈদুল ফিতরের পর নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হবে।

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ।

সিইসি বলেন, সময় স্বল্পতার কারণে ঈদের আগে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। কারণ, প্রার্থীদের ও ভোটদের নির্বাচনের জন্য প্রস্তুতির জন্য সময় প্রয়োজন আছে। তাই পর্যাপ্ত সময় নিয়ে ডিসিসি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
 সাংবাদিকদের প্রশ্নের জবাবে রকিবউদ্দীন আহমদ বলেন, ডিসিসি নির্বাচনে আর কোনো আইনি জটিলতা নেই। যেসব জটিলতা ছিল তা সমাধান করা হয়েছে। নির্বাচন করা বা না করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই বলেও জানান তিনি।  আর নতুন ভোটার তালিকায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান রকিব উদ্দীন।
আরও পড়ুন

সর্বশেষ