সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমীরসরাইয়ে নয়ন, সন্দ্বীপে আনোয়ার সীতাকুণ্ডে রাজু চেয়ারম্যান নির্বাচিত

মীরসরাইয়ে নয়ন, সন্দ্বীপে আনোয়ার সীতাকুণ্ডে রাজু চেয়ারম্যান নির্বাচিত

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বুধবার চট্টগ্রামের তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মীরসরাইয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এনায়েত হোসেন নয়ন। সন্দ্বীপে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম আনোয়ার হোসেন। সীতাকুণ্ডে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আরিফুল আলম চৌধুরী রাজু।

মীরসরাই উপজেলায় ১১৩ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন। এর মধ্যে ১৭% ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ( কাপ পিরিচ প্রতীক) প্রাপ্ত ভোট ৩৩ হাজার ১৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আতাউর রহমান (ঘোড়া প্রতীক) পেয়েছেন ২০,৭৬৭ ভোট। ফেরদৌস হোসেন আরিফ (আনারস প্রতীক) পয়েছেন ৩,৪৩৪ ভোট, উত্তম কুমার নাথ (দোয়াত কলম) ৩,৩৪৬ ও মো. মোস্তফা (মোটর সাইকেল) ৬৬৫ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী সাইফুল ইসলাম (চশমা প্রতীক) পেয়েছেন ৩৮,৩৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ সেলিম (টিয়া পাখি) পেয়েছেন ১৬,৭৩৭ ভোট। সাইফুল আলম (তালা) ১,৭৫১ ও সালাউদ্দিন (টিউবওয়েল) ৩,৭৩৮ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী উম্মে কুলসুম কলি (ফুটবল) পেয়েছেন ৩১,৩৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমত আরা ফেন্সী (কলসী) পেয়েছেন ২০,৪৭৭ ভোট। বিবি কুলসুম চম্পা (পদ্মফুল) পেয়েছেন ৭,৬৭৬ ভোট।

সন্দ্বীপে ২ লক্ষ ৪৫ হাজার ৬ শত ৭৬ জন ভোটারের মধ্যে শতকরা ১৮ দশমিক ৪৬ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আনোয়ার হোসেন। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪১ হাজার ৩৮৮ ভোট। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন মিশন কাপ পিরিচ প্রতীকে ২ হাজার ৫৩১ ভোট পেয়েছেন। এছাড়া দোয়াত–কলম প্রতীকের প্রার্থী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৩৪ ভোট, মোটর সাইকেল প্রতীক নিয়ে অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন (জামশেদ) পেয়েছেন ৮৭ ভোট ও শেখ মুহাম্মদ জুয়েল হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ওমর ফারুক। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে হালিমা বেগম ৩৬ হাজার ৭৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। কলস প্রতীক নিয়ে নাহিদ তানমী পেয়েছেন ৫ হাজার ৮৮৮ ভোট।

সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরিফুল আলম চৌধুরী রাজু, ভাইস চেয়ারম্যান (সাধারণ) পদে মো. গোলাম মহিউদ্দিন এবং নারী ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে শাহীনুর আক্তার বিউটি বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জসিম উদ্দিন জানান, সীতাকুণ্ডে মোট ভোটার সংখ্যা ৩,২০,১৯৩। চেয়ারম্যান পদে আরিফুল আলম চৌধুরী রাজু (আনারস প্রতীক) পেয়েছেন ৫৯,৭৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন আহমেদ মঞ্জু (দোয়াত–কলম)-১১,১৮৬ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. গোলাম মহিউদ্দিন (উড়োজাহাজ) পেয়েছেন ৫৮,০২০ভোট। মো. জালাল আহমেদ (টিউবওয়েল) ১১,২৩০ ভোট পেয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে শাহীনুর আক্তার বিউটি (পদ্মফুল)-৫৪,৭৯২ ভোট, শামীমা আক্তার লাভলী (হাঁস)-৮,৮০৯ ভোট, হামিদা আক্তার (ফুটবল)-৫,৬৩৭ ভোট পেয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ