রবিবার, ডিসেম্বর ১, ২০২৪
প্রচ্ছদখেলার সময়দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিউজিল্যান্ডের

দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিউজিল্যান্ডের

NZ WINরোববার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারি নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৬ রানে হেরে, ২-০ তে ওয়ানডে সিরিজ খুঁইয়েছে স্বাগতিক ইংল্যান্ড। আগে ব্যাট করে মার্টিন গাপটিলের ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেটে ৩৫৯ রানের পুঁজি পায় কিউইরা। জবাবে ৪৪ দশমিক ১ বলে সব উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করে ২৭৩ রান।

সাউদাম্পটনে টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড, দলীয় ১২ রানেই ওপেনার রঞ্চিকে হারায়। কিন্তু তারপর গাপটিলের ব্যাটিং দৃঢ়তা ও উইলিয়ামসন, টেইলর এবং ম্যাককালামের যোগ্য সঙ্গী হয়ে ইংল্যান্ডের সামনে ৩৬০ রানে বড় টার্গেট ছুঁড়ে দেয় নিউজিল্যান্ড।

১৯টি ৪ ও ২ ছয়ে গাপটিল খেলেন, ওয়ানডেতে কিউইদের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৯ রানের ইনিংস।

জবাবে, বড় টার্গেট তাড়া করতে নামা ইংলিশরা উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। তবে এক পাশ আগলে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করা ট্রট অপরাজিত থাকেন ১০৯ রানে। আর কেউ ক্রিজে তাকে যোগ্য সঙ্গ দিতে না পারায় শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে। এ হারের ফলে ২০০৯ সালের পর ঘরের মাটিতে কোন ওয়ানডে সিরিজ হারলো ইংলিশরা

আরও পড়ুন

সর্বশেষ