নারায়ণগঞ্জে আলোচিত মেধাবী ছাত্র ত্বকী হত্যা মামলার তদন্ত র্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ত্বকীর বাবার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এ রায় দেন। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ সভাপতি এবং গণ জাগরণ মঞ্চের আহবায়ক রফিউর রাব্বির ছেলে ত্বকী ৬ মার্চ নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ৪৮ ঘন্টা পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীতে ত্বকীর লাশ পাওয়া যায়। এ ঘটনার জন্য ত্বকীর বাবা সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন সহ সাত জনকে অভিযুক্ত করে মামাল দায়ের করেন। কিন্তু পরবর্তিতে ত্বকী হত্যা মামলার যথাযথ তদন্ত হচ্ছে না, রফিউর রাব্বির এই আবেদনের প্রেক্ষিতে ২৮ মে হাইকোর্ট মামলাটি র্যাবের কাছ হস্তান্তরের নির্দেশ দেয়। ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, পুলিশ,ডিবি ও অন্যান্য সংস্থার কাছ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি পাওয়া যায় নি,তাই মামলার তদন্ত র্যাবের কাছে হস্তান্তরের জন্য আদালতে হাইকোর্টে রিট পিটিশন করি। এ সময় নারায়ণঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ত্বকী হত্যা মামলার তদন্ত র্যাবের কাছে হস্তান্তরের জন্য হাইকোর্ট থেকে একটি নির্দেশ এসেছে কিন্তু প্রশাসনিক নির্দেশ আসলেই পদক্ষেপ নেওয়া হবে।